Top

ব্যবসায় ডিজিটালাইজেশনে বাংলাদেশে প্রথম সামাজিক বাণিজ্যিক প্ল্যাটফর্ম ‘মাঝি’

০৬ অক্টোবর, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
ব্যবসায় ডিজিটালাইজেশনে বাংলাদেশে প্রথম সামাজিক বাণিজ্যিক প্ল্যাটফর্ম ‘মাঝি’
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের এসএমই-দের আরও এগিয়ে নিয়ে যেতে যাত্রা শুরু করল মাঝি (www.majhi.app)। “ওয়েবসাইট অথবা অ্যাপ সকল ব্যবসার জন্যে প্রযোজ্য নয়” চিরায়ত এই ধারনাকে ভুল প্রমান করে দিতেই মূলত মাঝির প্রত্যাবর্তন। মাত্র কয়েক ক্লিকেই এসএমই এফ-কমার্স এর ব্যবসায়ীরা পাবে সব ধরনের ডিজিটাল সল্যুশন; যেমন নিজের ই-কমার্স ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সহ অনলাইনে ব্যবসা পরিচালনা করার জন্য সব রকম সুবিধা। আর এর জন্যে লাগবে না কোন ধরনের খরচ অথবা প্রোগ্রামিং স্কিল।

অ্যাপন্যাপ টেকনোলজিস লিমিটেডের দ্বারা তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম মাঝির মাধ্যমে অনলাইনে ব্যবসার সকল রকমের গ্যাপ দূর হবে। অ্যাপন্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল আমিন বলেন “ই-কমার্স ব্যবসা পরিচালনা করার জন্যে সকল ধরনের বিজনেস সল্যুশন দেয়ার জন্যেই মাঝির যাত্রা শুরু হয়েছে। একজন প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে আমি সব সময় চেয়েছি এই দেশে ব্যবসার ডিজিটাল সমাধান। দেশজুড়ে এসএমই ব্যবসায় যাতে কোন ধরনের প্রযুক্তিগত প্রতিবন্ধকতা না থাকে সেটি নিশ্চিত করাই মাঝির লক্ষ্য”।

দেশজুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় ৯০ ভাগ ব্যবসা আমাদের অর্থনীতির মেরুদন্ডকে শক্ত ভাবে দাড় করিয়ে রেখেছে। যদিও কিছু উদ্যোগ নেয়া হয়েছে এসকল ব্যবসাকে সহায়তা করার জন্যে ডিজিটাল প্ল্যাটফর্মে; কিন্তু সেগুলো চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এই ব্যবধান পূরণ করার জন্যে মাঝি দিবে এক পূর্ণাঙ্গ সমাধান।

অর্ডার ম্যানেজমেন্ট, ইনভেন্টোরি ট্র্যাকিং সহ সকল ধরনের মার্কেটিং ম্যাটেরিয়াল থাকবে মাঝিতে। অর্থাৎ একজন উদ্যোক্তার ডিজিটাল মাধ্যমের সকল ধরনের স্কিল বাড়ানোর জন্যে প্রশিক্ষন নিশ্চিত করবে মাঝি। এবং খুব দ্রুতই কাস্টম মেড ডোমেইন, SEO এবং ক্রেতার আচরনগত বৈশিষ্ট্য বিশ্লেষন করার মত বেশকিছু প্লাগ-ইন ও সংযোজন করা হবে মাঝিতে।

ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারা পাচ্ছে সহজে নিজের পছন্দের শপ খুঁজে নেওয়া ছাড়াও তাদের প্রিয় স্টোরের অ্যাপ ও ওয়েবসাইট। অর্ডার ট্র্যাকিং থেকে শুরু করে স্টক এবং অফারসমূহ সম্পর্কে তারা জানতে পারবে এর মাধ্যমে।

এই ডিজিটালাইজেশনের সাথে সাথে উদ্যোক্তারা তাদের ব্যবসায়ের যুগান্তকারী পরিবর্তন আনতে পারবে। তারা এখন যেকোন ব্যবসার শুরু থেকেই দৈনিক পরিচালনা বা দীর্ঘমেয়াদী লক্ষ্যকে খুব জলদি পূরণ করতে পারবে।

শুধুই একটি অনলাইন স্টোর বানানোর ওয়েবসাইট হিসেবে নয়, একজন উদ্যোক্তার জন্যে সম্পূর্ণ ডিজিটাল সমাধান নিয়ে পাশে থাকবে মাঝি।

 

শেয়ার