Top
সর্বশেষ

রিয়াদ-বাংলাদেশী ঢাকা মেডিকেল সেন্টারের বার্ষিক সাধারণ সভা-২০২০অনুষ্ঠিত

৩০ জানুয়ারি, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ
রিয়াদ-বাংলাদেশী ঢাকা মেডিকেল সেন্টারের বার্ষিক সাধারণ সভা-২০২০অনুষ্ঠিত
সৌদি আরব প্রতিনিধি :

‘দল মত যার যার-দেশীয় ঢাকা মেডিকেল সেন্টার সবার’ এই স্লোগানকে সামনে রেখে রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের বার্ষিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে প্রতিষ্ঠানের সভা কক্ষে এই বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে- ডিএমডি শাখাওয়াত হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি।

বিশেষ অতিথি হিসেবে শেয়ারহোল্ডারদের সামনে বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের আয়- ব্যয়সহ মুলবক্তব্য উপস্থাপন করেন ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাইনান্স ডিরেক্টর মাওলানা সফিউল্লাহ, পাবলিক  ডিরেক্টর সাইফুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর মোঃ আকতার হোসেন, মোঃ জাকির হোসেন, ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন, মার্কেটিং ম্যানেজার মোঃ বেল্লাল হোসেন, পাবলিক রিলেশন অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিসিপশন ডেস্ক প্রধান গুলজার মোল্লা, সিনিয়র মার্কেটিং অফিসার রুস্তম খান, অতিথি শিল্পী জামসেদ রানা সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

বক্তারা বলেন মহামারী করোনা কালীন সময়ে প্রবাসের বুকে একমাত্র বাংলাদেশী রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারে প্রবাসীদের সাস্থ্যসেবা দিয়েছেন এমন সেবা আর কোন প্রতিষ্ঠান দিতে পারেনি বলেই প্রবাসীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত ২৪৩ জনের শেয়ারহোল্ডারদেরকে ফুল ও ব্যাজ পরিয়ে বরণ করে নেয়া হয়।

করোনাকালীন সময়ে ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সাস্থ্যসেবার পাশাপাশি কর্মহিন অনেক মানুষকে খাদ্যসহায়তা দিয়েছে।

করোনা কালীন সময়ে ঢাকা মেডিকেল সেন্টারের ডিরেক্টর, শেয়ারহোল্ডার মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার