Top

বৈধ উপায়ে রেমিট্যান্স বৃদ্ধিতে ইআরএফের গোলবৈঠক অনুষ্ঠিত

০৯ নভেম্বর, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
বৈধ উপায়ে রেমিট্যান্স বৃদ্ধিতে ইআরএফের গোলবৈঠক অনুষ্ঠিত
ইকবাল আজাদ :

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর তত্ত্বাবধানে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বৈধ উপায়ে রেমিট্যান্স বৃদ্ধিতে ‘রেমিট্যান্স থ্রো লিগ্যাল চ্যানেলঃ প্রসপেক্টস অফ ডিজিটাল প্লাটফর্মস’ শিরোনামে গোল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ইআরএফ এর অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইআরএফ এর বর্তমান চেয়ারম্যান শারমিন রিনভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফ এর সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকার।

সানেমের চেয়ারম্যান তার প্রবন্ধে বলেন, দেশে রেমিট্যান্স বৃদ্ধিতে আমাদের অবৈধ পথের সুবিধা সমতুল্য বৈধ উপায়ে রেমিট্যান্স আনতে হবে। হুন্ডিতে স্বল্প খরচে টাকা আদান-প্রদান করা যায়, পাশাপাশি গ্রাহক দ্রুত টাকা হাতে পায়। বৈধ পথেও গ্রাহকদের একই সুবিধা দিতে হবে। আধুনিক উপায়ে আমাদের রেমিট্যান্স আনার অবকাঠামো উন্নয়ন করতে হবে।

বৈঠকের প্রধান অতিথি এম এ মান্নান বলেন, ইউরোপ-আমেরিকাতে অন্যান্য দেশের তুলনায় কম প্রবাসী থাকলেও তাদের হাতের মুঠোয় থাকা ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে টাকা পাঠাতে পারে বলে এদের থেকে অধিক রেমিট্যান্স আসে। মধ্যপ্রাচ্যের দেশের শ্রমিকদের যদি এদেশের ব্যাংক এজেন্টরা বৈধ উপায়ে টাকা পাঠাতে সঠিক কাউন্সিলিং করে, তবে রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, রেমিট্যান্সের যোগান বৃদ্ধির জন্য সরকার বেশ কয়েকবছর ধরে প্রণোদনা দিয়ে আসছে। সম্প্রতি, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে কোন চার্জ লাগবে না বলে জানিয়েছে বাফেদা। তাছাড়া প্রবাসীদের সুবিধার্থে এখন থেকে বন্ধের দিনে রেমিট্যান্স পাঠানোর অফিস খোলা থাকবে।

এ সময় বৈঠকে পিআরআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আহসান এইচ মনসুর, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জাহিদ বখত, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, পিইবি এর চেয়ারম্যান ড. মাসরুর রেজাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার