Top
সর্বশেষ

হোমল্যান্ড লাইফে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

১১ নভেম্বর, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
হোমল্যান্ড লাইফে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
বাণিজ্য ডেস্ক :

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. হান্নান মিয়া। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি কোম্পানিটির প্রধান কার্যালয়ে উপস্থিত হলে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস, পরিচালক হোসনে আরা নাজ, পরিচালক জহুরা তাসনুবা, মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মণ্ডল এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলী মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে ৬ নভেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যালয়ে অনুষ্ঠিত সমাঝোতা বৈঠকে হান্নান মিয়াকে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১৯ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আইডিআরএ’র মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য মো. দলিল উদ্দিন।

শেয়ার