Top

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমদের ৭৪তম জন্মদিন পালন

১৩ নভেম্বর, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমদের ৭৪তম জন্মদিন পালন
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে নুহাশ পল্লীতে নানা আয়োজনে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন। রোববার (১৩ নভেম্বর) বেলা ১২ টায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী নুহাশপল্লীতে মোমবাতি প্রজ্বলন, কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করলো তার পরিবার, স্বজন, নুহাশপল্লীর স্টাফ ও ভক্ত পাঠকরা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারী ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিন। নুহাশ পল্লীর লিচু তলায় তা‌কে সমাহিত করা হয়। ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পরপরই খ্যাতি লাভ করেন তিনি।

শেয়ার