Top

মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

১৪ নভেম্বর, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২৫৭জন মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি উদ্বোধন ও সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম নয়ন। যুদ্ধকালীন কমান্ডার নজরুল ইসলাম, উপজেলার সাবেক কমান্ডার খোরশেদ আলম, কমান্ডার আব্দুল কুদ্দুস, কমান্ডার লিয়াকত ফরাজী, কমান্ডার সোহরাব হোসেন ও মুক্তিযোদ্ধা একেএম শামসুল হকসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলম।

শেয়ার