Top

শ্রীপুরে দুই ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

২৮ নভেম্বর, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
শ্রীপুরে দুই ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরে শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ওষুধের মোড়কে রেজিস্ট্রেশন বিহীন (উ.অ.জ) ও (ম্যানু ফ্যাকচারিং অথরাইজেন (গ.ও) না থাকার অভিযোগে দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় শিল্পি মেডিকেল হলকে ৩০ হাজার ও শ্যামলী ড্রাগ হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দুটি দোকান থেকে আড়াই লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসান হাবিব বলেন, ঔষধ আইন-১৯৪০ এর ১৭/২৭ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি দোকান থেকে আড়াই লাখ টাকার অনুমোদনহীন ও বিদেশী ঔষধ জব্দ করে তা পুড়িয়ে নষ্ট করা হয়।

শেয়ার