Top
সর্বশেষ

জাবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

০২ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
জাবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন
জাবি প্রতিনিধি :

করোনা মহামারির কারণে স্থগিত থাকা পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ সেশনের ৩য় বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা ৩১ মার্চের মধ্যে ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার দাবি জানান।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদের সঞ্চালনায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শাহীন আলম বলেন, ‘যেখানে আমাদের অনার্স কোর্স ৪ বছরে শেষ হওয়ার কথা সেখানে আমরা ৩য় বর্ষ শেষ করতে পারিনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থীরা যেখানে ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু করবে বা শেষ করতে যাচ্ছে, সেখানে আমরা ৩য় বর্ষই পার করিনি। সরকারী, বেসরকারি ও অন্যান্য চাকরী ক্ষেত্রেও তাদের থেকে পিছিয়ে পড়েছি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে।আমরা বিভ্রান্তিতে আছি কবে অনার্স পাস করবো, চাকরীতে যোগ দিব।প্রশাসনের কাছে দাবি তারা যেন এ সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণে সহায়তা করেন।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ নাসিম বলেন, ’আমাদের অনার্স শিক্ষা জীবন প্রায় ৪ বছর হয়ে গেলেও এখনো ৩য় বর্ষ পার হতে পারিনি ।যেখানে আমাদের জুনিয়র ব্যাচ ২য় বর্ষের ফাইনাল শেষ করে ৩য় বর্ষের ফাইনালের প্রস্তুতি নিচ্ছে।এমন অবস্থায় প্রশাসনের সুদৃষ্টি আশা করছি যেন আমাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এ শিক্ষা বিভ্রাট ও শিক্ষা সংকট দূর করে।’

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ‘দ্রুত পরীক্ষা’ সম্পন্ন করার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করতে যান। এসময় উপাচার্য তার কার্যালয়ে না থাকায় মুঠোফোনে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। উপাচার্য আগামী তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। পরে শিক্ষার্থীরা স্মারকলিপিটি উপাচার্যের একান্ত সচিব মো. ছানোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন।

শেয়ার