Top

আজ চারণ কবি বিজয় সরকারের ৩৭তম মৃত্যু বার্ষিকী

০৪ ডিসেম্বর, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
আজ চারণ কবি বিজয় সরকারের ৩৭তম মৃত্যু বার্ষিকী
নড়াইল প্রতিনিধি :

এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি – এ রকম অসংখ্য গানের স্রষ্টা বাংলার কবিগানের অন্যতম প্রধান পুরুষ একুশেপদক প্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ৩৭তম মৃত্যু বার্ষিকী আজ।

এ উপলক্ষে চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে রোববার (৪ ডিসেম্বর) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিজয় গীতি প্রতিযোগিতা ও বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর।

এছাড়াও কবির জন্মভূমি নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদীতে গ্রামে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রখ্যাত এই কবি বিচ্ছেদ, ভক্তি, ভালোবাসা, ধর্ম, শ্রেণী সংগ্রাম, দেশাত্ববোধক, বাউলসহ বিভিন্ন পর্যায়ের ১৮ শত গান রচনা করেন। রচিত সব গানই নিজের সুরে গাওয়া। প্রখ্যাত এই কবি ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারী নড়াইল সদরের বাঁশগ্রাম ইউুনয়নের ডুমদি গ্রামে জন্ম গ্রহন করেন। ভারতে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তার মহাপ্রয়াণ ঘটে।

শেয়ার