Top
সর্বশেষ

শ্রীপুরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ

০৬ ডিসেম্বর, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
শ্রীপুরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে ৫ম শেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এরশাদুল হক সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রমিজ উদ্দিন।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-অভিভাবক সমিতির (পিটিআই) সভাপতি মোজাম্মেল হক বোরহান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, সাংবাদিক এমদাদুল হক, আবু সাঈদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি কবির সরকার, স্থানীয় প্রবীণ ব্যক্তি হযরত আলী, আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। স্কুলের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের চেষ্টায় ও সহযোগীতায় প্রতিটি স্কুল সঠিকভাবে পরিচালিত করলে আগামীতে এসব শিক্ষার্থীরা স্থানীয় ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

শেয়ার