Top
সর্বশেষ

বিএনপির নৈরাজ্যের ঠেকাতে শ্রীপুরে আ’লীগের বিক্ষোভ সমাবেশ

১০ ডিসেম্বর, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
বিএনপির নৈরাজ্যের ঠেকাতে  শ্রীপুরে আ’লীগের বিক্ষোভ সমাবেশ
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি :

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ডিসেম্বর) আলাদাভাবে পৃথক স্থানে তারা এসব কর্মসূচী পালন করে। শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল শেষে উড়াল সেতুর নিচে উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ফরিদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া,শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোঃসিরাজুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এদিকে একইদিনে বেলা ১১ টায় উপজেলার এমসি বাজার হতে আ.লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মড়লের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাওনা উড়াল সেতু নিছে মিটিং এ যোগদান করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, তেলীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এম এ, শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের জয়েন সেক্রেটারি কামরুজ্জামান লিটন সরকার, সেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান,আ.লীগ নেতা খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা শ্রমীক লীগের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, নাজমুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার