Top

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে তরুণীর অনশন

২২ ডিসেম্বর, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে তরুণীর অনশন
নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে কাবিননামা হাতে নিয়ে শ্বশুরবাড়িতে অনশন করছেন এক তরুণী। গত বুধবার বিকেলে থেকে তিনি তার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবীর জন্য অনশন শুরু করেন।

লোহাগড়া উপজেলার মদিনা পাড়ার হাজী মো. আমির হোসেন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ওই তরুণীর স্বামী মো. রায়হান হোসেন আমির হোসেন মাস্টারের ছেলে। স্ত্রী শাপলা খানম দিলরুবার অবস্থানের কথা শুনে রায়হান বাড়ি থেকে পালিয়ে যায়। অনশন করা ওই তরুণী লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

অনশনকারী তরুনী জানান, দীর্ঘদিন যাবত তার সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে চলতি বছরের ২৩ নভেম্বর তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি স্বামী রায়হান। এমনকি বিয়ের কথা অস্বীকার করেন সে। তবে রায়হানের পরিবারের কেউ এ বিষয়ে কোন মন্তব্য করতে চান নি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিরিনা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি।

এ বিষয়ে ফারহানা ইয়াসমিন ইতি বলেন, আগামী সোমবার উভয় পক্ষকে আমার অফিসে ডেকেছি। মেয়েটি সংসার করতে চাই এ বিষয়ে সব ব্যাপারে তাদের সাথে বসে কথা বলে মীমাংসার চেষ্টা করবো। দুপক্ষের বক্তব্য এবং প্রমাণের ভিত্তিতে এটার বিচার করা হবে।

 

 

শেয়ার