Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীকে জবি কর্মচারীদের খোলা চিঠি

০৫ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে জবি কর্মচারীদের খোলা চিঠি
জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মচারিবৃন্দ নিজেদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে হাজিরা ভিত্তিক চাকরি স্থায়ীকরণের জন্য আবেদন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০০ কর্মচারী।

গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এক খোলা চিঠির মাধ্যমে এ আবেদন জানায় দৈনিক মুজুরী ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।

জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকতা, কর্মচারী ও সহায়ক কর্মচারি কল্যাণ সমিতির অনেকেই বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিক চাকরি করেন। এদের অনেকের সাথে কথা বলেও খোলা চিঠি কে বা কারা পাঠিয়েছে তা জানা যায়নি।

খোলা চিঠিতে তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতাময়ী মা হিসেবে আপনি বাংলাদেশ ও বিশ্বের কাছে পরিচিত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (দৈনিক হাজিরা ভিত্তিক) মাস্টার রোলে নিয়োজিত প্রায় তিনশত কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছি। আমরা দৈনিক ৫০০ (পাঁচশত) টাকা বেতনে চাকরি করি। এর মধ্যে কেউ কেউ আমরা ১০ থেকে ১২ বছর ধরে চাকরি করছি। মাসে ১৮ অথবা ২০ দিন হাজিরায় আমাদের মাসিক বেতন দাঁড়ায় নয় কিংবা দশ হাজার টাকা। এর মধ্যে দুই ঈদ এবং শীত ও গ্রীষ্মকালীন সময়ে আমাদের মাসে ৮ দিনের মতো হাজিরা হলে বেতন দাঁড়ায় ৪ হাজার টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে আমরা আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অপারগ।

চিঠি পড়ে আরো জানা যায়, বর্তমানে দৈনন্দিন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের তুলনায় আমাদের মাসিক এ অর্থ খুবই নগন্য। মাস শেষে আমাদের অনেকের কাছে হাত পাততে হয়। বাবা হিসেবে সন্তানের নূন্যতম চাহিদা পূরণ করতে না পারলে এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন তারা।

এছাড়া তারা চিঠিতে আবেদন জানিয়ে বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের চাকরিটা স্থায়ীকরণে পদক্ষেপ নিলে আমরা ৩০০ কর্মচারীর সাথে ৩০০ পরিবারের প্রায় ১২ থেকে ১৫শ লোক দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারব। এ বিষয়ে মমতাময়ী মায়ের দৃষ্টি আকর্ষণ করছি।

খোলা চিঠির ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারিবৃন্দ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টির ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত বলে জানান। বিষয়টি নিয়ে তারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারিবৃন্দের সাথে কথা বলবেন বলে জানান।

শেয়ার