Top
সর্বশেষ

জাবি ক্যাম্পাস খোলার দাবি ছাত্রসংগঠনগুলোর নেতাদের

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ২:৩১ অপরাহ্ণ
জাবি ক্যাম্পাস খোলার দাবি ছাত্রসংগঠনগুলোর নেতাদের
জাবি প্রতিনিধি :

করোনা মহামারিতে বিপর্যস্ত দেশ। বছর ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এখনো বর্ধিত হচ্ছে সরকারি ছুটি। এ অবস্থায় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস খোলা নিয়ে চলছে দ্বিমুখী জটিলতা। বিশ্ববিদ্যালয় চাইলেও সরকারের সবুজ সংকেত মিলছে না। এ অনিশ্চয়তায় অনলাইন মাধ্যমে চলছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস- পরীক্ষা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম নয়। দেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত ক্যাম্পাসটি দীর্ঘদিন বন্ধ থাকায় ঝিমিয়ে পড়েছে ছাত্রসংগঠনগুলোর নিয়মিত কার্যক্রম। এমতাবস্থায় সকল ছাত্রসংগঠন নেতৃবৃন্দের এক দাবি, খুলতে হবে ক্যাম্পাস। শুরু করতে হবে শিক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বিতর্ক বিষয়ক সংগঠন জুডো’র নেতৃবৃন্দ চায় দ্রুত প্রাণ ফিরে পাক প্রিয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাইনুল হুসাইন রাজন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে চলা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ছাত্রদের অধিকারের কথা বলে। বাংলাদেশ আওয়ামীলীগ প্রধান দেশরত্ন শেখ হাসিনা দেশকে করোনা পরিস্থিতিতে এত সুন্দরভাবে পরিচালনা করছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের অফিস আদালত, কলকারখানা সব চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত, তাই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের উচিত সরকারের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যবিধি মেনে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়া।’

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘অনলাইন শিক্ষা কার্যক্রমের ফলে অসচ্ছল ও প্রান্তিক অঞ্চলে বসবাসরত শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে এবং নানা রকম বিড়ম্বনার মধ্যে পড়ছে। বিভিন্ন বিভাগের ব্যবহারিক বিষয়সমূহের ক্লাস ও পরীক্ষা কোনোভাবেই অনলাইনে নেওয়া সম্ভবপর নয়। করোনার সংক্রমণের ভয়াবহতা এবং শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার চিন্তা মাথায় রেখেই প্রশাসনের উচিৎ ক্যাম্পাস খোলার উদ্যোগ নেওয়া। করোনার সংক্রমণ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ রেখে বিশ্ববিদ্যালয় সচল করতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডাক্তারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাধ্যমে একটি রোডম্যাপ তৈরি করে সেই অনুযায়ী আগানো দরকার।

তিনি বলেন, গণরুমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে বসবাস করতে বাধ্য হয়, সেটি করোনার সংক্রমণের জন্য অত্যন্ত সহায়ক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেয়া তথ্যমতে ছাত্রত্ব না থাকার পরেও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের রাজনৈতিক জোরে হলে অবস্থান করছে ৪০০০ জন। এ অছাত্রদের হল থেকে বিতাড়ন করে বৈধদের হলে সিট দিলে গণরুমে একজন শিক্ষার্থীরও থাকার প্রয়োজন পড়বে না। ক্যাম্পাসকে করোনা সংক্রমণমুক্ত রাখতে গণরুম ব্যবস্থার বিলুপ ছাড়া কোনো গতি নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিৎ এই সকল বিষয়সহ করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে ক্যাম্পাসকে সচল করা।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘প্রতিষ্ঠান ছাড়া দেশে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। ব্যবসা-বাণিজ্য, কলকারখানাসহ সরকারি সকল প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান আছে। বছরব্যাপী বন্ধ থাকা শিক্ষা কার্যক্রমের কারণে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট চরমভাবে দেখা দিয়েছে। অনলাইনে শ্রেনী কার্যক্রমেও বঞ্চিত হচ্ছে অধিকাংশ শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বাস্থ্যবিধি মেনে হল ও শ্রেণীকার্যক্রম দ্রুত চালু করা দরকার।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সোহানুর রহমান মুন গাজী বলেন, ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট কোনভাবেই শিক্ষার্থীদের জীবনে অচালাবস্থা কামনা করে না। কিন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা সবার আগে ভাবতে হবে। সেক্ষেত্রে অগ্রজ ব্যাচ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের জীবন থেকে যেন মূল্যবান সময় অপচয় না হয় সেক্ষেত্রে প্রশাসনের আরো সজাগ হতে হবে।’

বিতর্ক বিষয়ক সংগঠন জুডো’র সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিম বলেন, ‘আমাদের সকল কার্যক্রম সাধারণত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে থাকে। করোনা পরিস্থিতির কারনে দেশের সকল শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমে চলছে। কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে চলছে। অনলাইনে যথাযথ শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা, ক্লাসরুম ছাড়া এটি সম্ভবও নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে যত দ্রুত সম্ভব হল খোলা ও শিক্ষা কার্যক্রম শুরু করা উচিত।’

শেয়ার