Top

স্বচ্ছতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন

১৯ জানুয়ারি, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
স্বচ্ছতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ (রাবি) উচ্চ বিদ্যালয়ে স্বচ্ছতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাছিমা আক্তার, বাদল, ফখরুল ইসলাম জেকি, নেওয়াজ শরীফ ও সোহেল মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন, অনেকদিন যাবত প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। স্কুলের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পরিচালনা করে আসছে। এবং একটি মহল ওই সহকারী শিক্ষককে অবৈধ উপায়ে প্রধান শিক্ষক করার পায়তারা করছে। আমরা স্বচ্ছতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের জোর দাবী জানাচ্ছি।

বিদ্যালয়ের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন বলেন, আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষায় যে পাশ করে সেই প্রধান শিক্ষক হবে। কোন প্রকার কারচুপি হবেনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন, অবৈধ উপায়ে প্রধান শিক্ষক হওয়ার ইচ্ছে নেই আমার। আমি পরীক্ষায় অংশগ্রহন করবো।

শেয়ার