Top

ভটভটি উল্টে স্কুলছাত্রের মৃত্যু,আহত ২

২১ জানুয়ারি, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
ভটভটি উল্টে স্কুলছাত্রের মৃত্যু,আহত ২
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় ভটভটি (গাড়ি বিশেষ) উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। শনিবার(২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান লিখন (১৬), জালালপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। লিখন গনপদ্দী স্কুলের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, লিখন বন্ধুদের সাথে নিয়ে সকালে ভটভটিযোগে কবুতরমাড়ি এলাকায় বেড়াতে যান। ফেরার পথে বাউসা এলাকায় ভটভটি উল্টে পাশের ক্ষেতে পড়ে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়েন লিখন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিখনকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় আহত হন জালালপুর এলাকার রবির ছেলে জাহিদ (১৬) ও রুকনের ছেলে অনিক (১৬)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার