Top

প্রশাসনের সহযোগিতায় মায়ের কোলে সন্তান

২২ জানুয়ারি, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
প্রশাসনের সহযোগিতায় মায়ের কোলে সন্তান
নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর থানা পুলিশের প্রচেষ্টায় ১ বছরের শিশুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার মা। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার মায়ের আদর বঞ্চিত ছিল। তাইবুর রহমান নামের ঐ শিশু বাচ্চাটি নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোঃ ওবায়দুলের ছেলে।

নিরুপায় মা কোন উপায় না পেয়ে পুলিশ সুপারের শরণাপন্ন হয়। পুলিশ সুপারের নির্দেশনায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এস.আই জাহিদুল ইসলাম শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

আজ দুপুরে নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় কোমলমতি ওই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। শিশু তাইবুরের মা তাহিয়া খাতুন বাকরুদ্ধ কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার