কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইল নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১শে মার্চ মঙ্গলবার সকাল ১০টায় নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কবির ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শাহানা পারভীন।
সহকারী শিক্ষক মোঃ তারিকুল ইসলাম ও মোঃ মন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীকাইল কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ আলমগীর সরকার, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবদুস সাত্তার, ইউসিবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট পবিত্র কুমার চক্রবর্তী, কংশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহলুল আলম, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এম কে আই জাবেদ, শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাবুল মিয়া, শ্রীকাইল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু।
সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহম্মদ, অধ্যাপক কাজী আব্দুল জলিল, প্রভাষিকা জাহানারা বেগম, স্থানীয় ওয়ার্ড মেম্বার গোলাম কিবরিয়া, নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হক, কাজী মোঃ হাবিবুর রহমান, মোঃ জিয়াউর রহমান, সাবেক সদস্য মোঃ হাবিবুর রহমান বিদুৎ, শ্রীকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিটন কুমার সরকার, আব্দুল মান্নান, নওয়াব আলী, আবুল কাশেম প্রমূখ।