Top

১ ঘণ্টায় লেনদেন ১৯১ কোটি টাকার

১৬ জুলাই, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ
১ ঘণ্টায় লেনদেন ১৯১ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, দর কমেছে ৫৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৯১ কোটি ৬০ লাখ ৫৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৭৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, দর কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৪১ হাজার টাকা।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার