Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

২২ জুলাই, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৪ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ১০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আজিজ পাইপের ২৮.৭৩ শতাংশ, খান ব্রাদার্সের ২৩.২১ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্সের২১.৮৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০.৪৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২০.৩৮ শতাংশ, লিগ্যাসী ফুটওয়ারের ১৯.৯০ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ১৯.৩৪ শতাংশ।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার