ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৭ দশমিক ৪২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৭ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১০ কোটি ৬৭ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬২ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৩২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৪ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–জেনারেশন নেক্সটের ৮.৫৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৮.৫০ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের৭.৬৫ শতাংশ, এমারেন্ড ওয়েলের ৭.৫৬ শতাংশ, মেঘনা পেটের ৭.৩৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.১০ এবং লুব-রেফ বাংলাদেশের ৬.৪৬ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস