Top

গাজীপুরে ব্রিজের উপর বাস উল্টে আহত ১৫

২৪ জানুয়ারি, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ
গাজীপুরে ব্রিজের উপর বাস উল্টে আহত ১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার কড্ডা বাজার এলাকার ব্রিজে একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি বাস ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। চালক ও হেলপার বাসের ভেতর থেকে তুরাগ নদে পড়ে যান। বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাসের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বাস চালক ও হেলপার গুরুতর আহত। বাসটি ব্রিজ থেকে সরানোর কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএইচ

শেয়ার