Top

বরিশালে ট্রাক চাপায় নিহত ১

২৬ জানুয়ারি, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
বরিশালে ট্রাক চাপায় নিহত ১

বরিশাল নগরীর রূপাতলী মার্কেট এলাকায় ট্রাক চাপায় এক স্কুটি চালক নিহত এবং আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত পৌঁনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জুবায়ের রহমান আদনান (৪০) । তিনি গাজীপুরের পশ্চিম বরুলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সংলগ্ন একটি রেস্তোরার ব্যবস্থাপক ছিলেন। আহত মেহনাজ জাহান মৌমি (২৯) নগরীর ফরেস্টার বাড়ি এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং ওই রেস্তোরার মালিক। আহত মৌমিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আদনান ও মৌমি একটি স্কুটিতে রেস্তোরা থেকে বরিশাল নগরীর নিজ বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। নগরীর রূপাতলী মার্কেট এলাকা অতিক্রমকালে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায় তারা। এ সময় পেছনে থাকা একটি রড বোঝাই ট্রাকের চাপায় গুরুতর আহত হয় দুইজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আদনানকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। মৌমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক এবং এর চালক হাফিজুর রহমানকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক আমানুল্লাহ আল বারী।

বিএইচ

শেয়ার