সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩৯ বারে ২৩ হাজার ৯৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৯৩ বারে ৩৬ হাজার ৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৬৫৬ বারে ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে -বেস্ট হোল্ডিংস, ফাইন ফুডস, অলিম্পিক এক্সেসরিজ, বিডি থাই এ্যালুমিনিয়াম, লিব্রা ইনফিউশনস, দেশবন্ধু পলিমার এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসকেএস