সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৫৩ বারে ৬ লাখ ৪৯ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৮ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এসইএমএল লেকচার ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। ফান্ডটি ২৩৫ বারে ১২ লাখ ৫১ হাজার ৪৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৫ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৯৮২ বারে ১১ লাখ ৭০ হাজার ১৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্দোবাংলার ৬.৭৮ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬.১৯ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল ফান্ডের ৫.৮০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৬৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৫.৬২ শতাংশ, একটিভ ফাইনের ৫.৪৩ শতাংশ এবং মুন্নু ফেব্রিক্সের ৫.০৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস