সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির মোট ৪৬ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইস্টার্ন ব্যাংকের ১০ কোটি ০৭ লাখ ২২ হাজার টাকা, দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার টাকা ও তৃতীয় স্থানে গ্রামীণফোনের ৪ কোটি ১১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা, বীচ হ্যাচারির ৩ কোটি ২০ লাখ ৬৯ হাজার টাকা, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের লিমিটেডের ৩ কোটি ১৯ লাখ ০৯ হাজার টাকা, ফাইন ফুডসের ২ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ২ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকা, রেনাটা লিমিটেডের ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১ কোটি ২০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস