সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯৯৬ বারে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ লাখ ১২ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৩৬ বারে ২ হাজার ৩১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রার ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮২৩ বারে ৫৩ লাখ ২২ হাজার ১৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪০লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – জিকিউ বলপেনের ৭.০৯ শতাংশ, কাট্রালি টেক্সটাইলের ৬.০৮ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.১২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৪.৬৯ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস