সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৮৩ বারে ২৫ লাখ ৮১ হাজার ৫৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৬০ বারে ৪ লাখ ৭২ হাজার ৯৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪৮২ বারে ৬৫ লাখ ৪৫ হাজার ১৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আইসিবি ইসলামীক ব্যাংকের ৪.৬৫ শতাংশ, আফতাব অটোমোবাইলের ৪.৪৪ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৪.৩৮ শতাংশ, এরামিটের ৪.১৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৪.১৩ শতাংশ, ফার্স্ট ফাইনান্সের ৪.০৮ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের ৩.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস