Top

চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

২৯ মার্চ, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা জুতার কারখানার নাম র‍্যাং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

এম জি

শেয়ার