Top
সর্বশেষ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭

৩০ মার্চ, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭

গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্য থেকে কুদ্দুস খান (৪৫) নামের আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কুদ্দুস লালমনিরহাটের কালিগঞ্জ থানার মো: সুরুজ আলী খানের ছেলে। বর্তমানে কালিয়াকৈর এলাকায় থাকতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে আইসিইউ’র ১৩ নম্বর বেডে তার মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৭ জনের মৃত্যু হলো।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরদিন ১৪ মার্চ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন।

বিএইচ

শেয়ার