Top

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

০৬ এপ্রিল, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬.৮০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৮৭ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৩ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ১৫ দশমিক ৪৪ শতাংশ। ইউনিটটির সমাপনী মূল্য ছিল ৬৭৬.৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিডি থাই এ্যালুমিনিয়ামের ১২.৩৬ শতাংশ, গোল্ডেন সনের ১২.১৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরটরিজের ১০.৭৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১০.১০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ৯.৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.২০ শতাংশ এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ৮.৮৬ শতাংশ শেয়ারদর কমেছে।

 

এসকেএস

শেয়ার