ঈদের আগের শেষ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৮৯ বারে ১৭ লাখ ৮৭ হাজার ৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৬ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৫৮ বারে ১২ লাখ ৬৬ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিম টেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৮৩৪ বারে ৩২ লাখ ৮৪ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – গোল্ডেন জুবিলি, আইপিডিসি, ফু-ওয়াং ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, গ্রামীন ওয়ান: স্কিম টু এবং রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।
এসকেএস