Top

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

০৯ এপ্রিল, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

ঈদের আগের শেষ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি  কোম্পানির মোট ৩৫ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা, দ্বিতীয় স্থানে তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা ও তৃতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৪৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৩ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার টাকা, নাভানা ফার্মার ১ কোটি ০৪ লাখ ২২ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৩৪ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ৯০ লাখ টাকা, বেক্সিমকোর ৭৮ লাখ ১৬ হাজার টাকা এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৭৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার