Top

দর বৃদ্ধির শীর্ষে কপারটেক ইন্ডাস্ট্রিজ

১৭ এপ্রিল, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে কপারটেক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৯৯০ বারে ৯ লাখ ৯৫ হাজার ৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। ফান্ডটি ৭১৬ বারে ৫৫ লাখ ২ হাজার ৩১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৫১ বারে ২৪ লাখ ৯৭ হাজার ৬৬৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বিডি থাই ফুড, লাভেলো আইসক্রিম, আমরা নেটওয়ার্কস, আলহাজ টেক্সটাইল, ইফাদ অটোস, পূবালী ব্যাংক এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

 

এসকেএস

শেয়ার