Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রামে বস্তিতে আগুন, ১৩ ঘর পুড়ে ছাই

২৮ এপ্রিল, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
চট্টগ্রামে বস্তিতে আগুন, ১৩ ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বায়েজীদ এলাকার টেক্সটাইল শ্যামলছায়া ১ নম্বর গলির একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে ১৩টি ঘরে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বায়েজীদ স্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ১০ মিনিটে আগুন  নির্বাপন করা হয়।

বস্তির ম্যানেজার মোহাম্মাদ জামশেদ উদ্দিন বলেন, দুপুরে ভাত খাচ্ছিলাম। তখন শুনলাম আগুন লেগেছে। ধোঁয়ার জন্য ভেতরে আর ঢুকতে পারিনি। আগুন লেগে সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লার নাঙ্গলকোট এলাকার রিকশাচালক মোহাম্মদ আবুল হাশেম ওই বস্তির ৫ নম্বর ঘরে থাকতেন। তিনি বলেন, আগুন লাগার সময় পুরান চান্দগাঁও এলাকায় ভাড়ায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি কিচ্ছু নেই। আমার ঘুমাবার মতো অবশিষ্ট কিছু নাই। সব পুড়ে ছাই হয়ে গেছে।

বিএইচ

শেয়ার