Top

পাকিস্তানি রুপির রেকর্ড দর বৃদ্ধি

০৭ মে, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ
পাকিস্তানি রুপির রেকর্ড দর বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির রেকর্ড দাম বেড়েছে। মঙ্গলবার (৭ মে) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে মুদ্রাটির দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) জানিয়েছে, আলোচ্য কার্যদিবস শেষে প্রতি ডলারের দাম স্থির হয়েছে ২৭৮ দশমিক ১২ রুপিতে। সেই হিসাবে পাকিস্তানি মুদ্রার মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১২ পয়সা।

আগের কর্মদিবসে প্রতি গ্রিনব্যাকের দাম স্থির হয়েছিল ২৭৮ দশমিক ২৪ রুপিতে। সেই হিসাবে পাকিস্তানি রুপির দর হ্রাস পেয়েছিল শূন্য দশমিক ০৩ পয়সা।

আগামী সপ্তাহে পাকিস্তানে সফরে আসতে পারে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এসময়ে পাক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাতে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এমনটি হলে পাকিস্তানের কৃষি, খনি, মানব সম্পদ, জ্বালানি, রাসায়নিক ও সমুদ্র অর্থনীতিতে সৌদি বিনিয়োগ বাড়বে। ফলে পাকিস্তানি রুপির দাম বেড়েছে।

আলোচিত দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। কারণ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রধান বৈশ্বিক মুদ্রা ডলার সূচক নিম্নমুখী হয়েছে।

ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে বলে এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। পাকিস্তানি রুপির দর বাড়ার নেপথ্য কারণ এগুলোও।

শেয়ার