Top

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্তে আটক ১৩

০৩ মার্চ, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্তে আটক ১৩
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২ মার্চ) রাতে মহেশপুরের খোশালপুর সীমান্তের ৬০/১০৫ আর হতে বাংলাদেশের সীমানার ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। বুধবার সকালে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, বাগেরহাট শরণখোলা খুন্তাকাটা, ঢাকা কামরাঙ্গীরচর বড়গ্রাম, ও হবিগঞ্জের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

অবৈধভাবে পারাপারে সহায়তাকারী হিসাবে ঝিনাইদহের মহেশপুরের বেগমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন আলীকে ১টি নসিমনসহ আটক করা হয়।

আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার