Top
সর্বশেষ

অ্যালুমিনিয়ামের দাম কমেছে

১১ মে, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
অ্যালুমিনিয়ামের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম কমেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যাপক সরবরাহ বেড়েছে। এতে মজুত বৃদ্ধি পেয়েছে ৮৮ শতাংশ। ফলে শুক্রবার (১০ মে) ব্যবহারিক ধাতুটির দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তাতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে এলএমই’তে সবচেয়ে বেশি ব্যবসা করা অ্যালুমিনিয়ামের দর হ্রাস পেয়েছে শূন্য ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য স্থির হয়েছে ২৫৪৪ ডলারে।

এলএমই অনুমোদিত গুদামে অ্যালুমিনিয়ামের মজুত ৪২৪০০০ মেট্রিক টন বেড়ে দাঁড়িয়েছে ৯০৩৮৫০ টনে। ২০২২ সালের জানুয়ারির পর যা সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের সরবরাহ বাড়ছে। সেই সঙ্গে মজুত বৃদ্ধি পাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরও বাড়তে পারে।

এএমটিকে দেয়া সাক্ষাৎকারে অর্থনীতি বিশেষজ্ঞ ড্যানিয়েল স্মিথ বলেন, অ্যালুমিনিয়ামের চাহিদা তুলনামূলকভাবে কমেছে। এই প্রেক্ষাপটে মজুত বেড়ে গেছে। ব্যবসায়ীরা আগেই বুঝতে পেরেছিলেন, এমনটি হতে পারে। স্বাভাবিকভাবেই দর কমেছে।

৩ মাস মেয়াদি চুক্তিতে প্রতি মেট্রিক টন অ্যালুমিনিয়ামের দামে ৪৭ ডলার ছাড় দেয়া হচ্ছে। কারণ, সরবরাহ ও মজুত বেড়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। সাপ্তাহিক ভিত্তিতে বিগত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জেগেছে।

এতে ডলারের মান কিছুটা কমেছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে যেকোনো ধাতু কেনা সস্তা হয়ে গেছে। তামা, নিকেল, অ্যালুমিনিয়ামের দাম কমেছে।

শেয়ার