Top
সর্বশেষ

ইরাকে তেলের মজুত ১৬০ বিলিয়ন ব্যারেল ছাড়িয়ে যাবে

১২ মে, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
ইরাকে তেলের মজুত ১৬০ বিলিয়ন ব্যারেল ছাড়িয়ে যাবে

বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক ইরাকে অপরিশোধিত তেলের মজুত ১৬০ বিলিয়ন ব্যারেল ছাড়িয়ে যাবে। শনিবার (১১ মে) দেশটিতে আরও ২৯টি ক্ষেত্রে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের অনুমোদন দিয়েছে সরকার। এরপরই এমন আশাবাদ ব্যক্ত করেন ইরাকি তেল মন্ত্রী হায়ান আব্দেল ঘানি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিশ্ব ব্যাংকের উপাত্ত অনুসারে, ইরাকে এখন ১৪৫ বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। বর্তমান হারে যা ৯৬ বছরের উৎপাদন মূল্যের সমান।

তেল মজুতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ইরাক। হায়ান আব্দেল ঘানি বলেন, এদিন বিভিন্ন কোম্পানিকে ২৯টি ক্ষেত্রে তেল ও গ্যাস অনুসন্ধান, পর্যবেক্ষণ এবং উৎপাদনের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। ফলে দেশে আরও জ্বালানি সংরক্ষিত হবে।

তিনি বলেন, আমরা আশা করি, ইরাকে তেলের মজুত বৃদ্ধি পেয়ে ১৬০ বিলিয়ন ব্যারেলে দাঁড়াবে। এজন্য প্রতিশ্রুতিশীল কোম্পানিগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তেল সম্পর্কিত যেকোনো কাজে তাদের সহায়তা দেয়া হবে।

বর্তমানে ইরান থেকে আমদানি করে গ্যাসের চাহিদা মেটায় ইরাক। অনুমোদিত ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন বাড়লে সেই নির্ভরতা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত কয়েক দশকে যুদ্ধ এবং পশ্চিমা বিশ্বসহ নানা দেশের নিষেধাজ্ঞায় ইরাকে বিনিয়োগ কম হয়েছে। সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশটি। বিদেশিদের নতুন বিনিয়োগে আকৃষ্ট করছে তারা।

শেয়ার