Top
সর্বশেষ

রাবারের মূল্য হ্রাস

১২ মে, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
রাবারের মূল্য হ্রাস

জাপানের রাবারের সরবরাহ মূল্য ১ শতাংশ কমেছে। বিশ্বে পণ্যটির মূল ভোক্তা চীনকে ঘিরে ভূ-রাজনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে জাপানি রাবারের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী অক্টোবরের রাবারের সরবরাহ চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ১ ইয়েন বা ১ শতাংশ।

প্রতি কেজির দর স্থির হয়েছে ৩০৬ দশমিক ২ ইয়েনে। আন্তর্জাতিক প্রধান মুদ্রায় যা ১ ডলার ৯৭ সেন্ট। তবে সবমিলিয়ে চলতি সপ্তাহে রাবারের দাম বেড়েছে ১ দশমিক ১৬ শতাংশ। এর আগে টানা পাঁচ কার্যদিবসে যা কমেছিল।

একই দিনে চীনের সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) আসন্ন সেপ্টেম্বরের রাবারের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৫৫ ইউয়ান। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ১৪,১৩০ ইউয়ানে। প্রধান বৈশ্বিক মুদ্রায় যা ১৯৫৫ ডলার ৮৭ সেন্ট।

রাবারের উপাত্ত দেয়া স্বাধীন কোম্পানি হেলিক্সট্যাপ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারাহ মিলার বলেন, সম্প্রতি থাইল্যান্ডে বৃষ্টিপাত হয়েছে। শীতকাল সমাপ্তির যা ইঙ্গিত দিচ্ছে। এর মানে রাবারের মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।

শেয়ার