Top

১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন, কর্মসংস্থান হবে ৩০০০ লোকের

১৩ মে, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন, কর্মসংস্থান হবে ৩০০০ লোকের

ফ্রান্সে নিজেদের কার্যক্রমে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এতে দেশটিতে ৩০০০ লোকের স্থায়ী চাকরি হবে। বার্তা সংস্থা রয়টার্সে বরাতে ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সোমবার (১৩ মে) ‘ফ্রান্স বেছে নিন’ ইভেন্ট শুরু হয়েছে। তাতে অ্যামাজন, জিএসকে, অ্যাকসেঞ্চারসহ অন্যান্য কোম্পানি বিনিয়োগের ঘোষণা দেবে। এই কথা রোববারই (১২ মে) জানিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, অ্যামাজন ওয়েব সার্ভিসের (এডব্লিউএস) বিনিয়োগ ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্লাউড অবকাঠামো বাড়াবে। দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরিতে যা সহযোগিতা করবে। এছাড়া লজিস্টিকস সহায়তা দেবে।

ফ্রান্সে এআইয়ের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে ক্লাউড পরিষেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কেন্দ্রে পরিণত হয়েছে দেশটি। সেখানে মিস্ট্রাল ও পুলসাইডের মতো এই সংক্রান্ত স্টার্ট আপ গড়ে উঠেছে।

এরই মধ্যে সেখানে এআই গবেষণা কেন্দ্র স্থাপন করেছে দুই প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। এবার দেশটিতে একই কার্যক্রম চালাতে যাচ্ছে অ্যামাজন। ২০১০ সাল থেকে ফ্রান্সে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে তারা।

এতে ফ্রান্সে ২২০০০ লোকের কর্মসংস্থান হয়েছে। অ্যামাজনের ক্লাউড এবং অনলাইন খুচরা ব্যবসায় যুক্ত আছেন তারা। এবার সেই সংখ্যা আরও বাড়তে চলেছে-তা নিশ্চিত করেই বলা যায়।

ফ্রান্সে অ্যামাজনের ম্যানেজার ফ্রেডেরিক দুভাল বলেন, ২০২৪ সালে দেশটিতে আমাদের আরও ২০০০ কর্মী বৃদ্ধি পাবে। তারা মূলত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত কাজে জড়িত থাকবে।

শেয়ার