Top

মালয়েশিয়ান ওপেনে রুপা জিতলেন মাহফুজুর

১৬ জুন, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
মালয়েশিয়ান ওপেনে রুপা জিতলেন মাহফুজুর

মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে একের পর এক পদক জিতছে বাংলাদেশ। রোববার (১৬ জুন) দুপুর পর্যন্ত পদক এসেছে ৫টি। এর মধ্যে একটি সোনা ও চারটি রুপা। পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে প্রতিযোগিতার চতুর্থ দিনে সর্বশেষ পদকটি এসেছে ছেলেদের হাই জাম্পে। এই ইভেন্টে রুপা জিতেছেন মাহফুজুর রহমান।

গত ফেব্রুয়ারিতে তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে হাই জাম্পের ব্রোঞ্জ জিতেছিলেন মাহফুজুর। তেহরানে তিনি লাফিয়েছিলেন ২.১৫ মিটার। এর চেয়েও কম (২.১০ মিটার) লাফিয়ে মালয়েশিয়ায় সাফল্য পেলেন বাংলাদেশের এই অ্যাথলেট।
এর আগে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন ৩ হাজার মিটার স্টিপলচেজে সবাইকে চমকে দিয়ে সোনা জিতেছেন। সময় নিয়েছেন ৯ মিনিট ৩২.৩৯ সেকেন্ড।

গতকালই হ্যামার থ্রোতে রুপা জিতেছেন বাংলাদেশের গৌরাঙ্গ রায়। দেশের বাইরে হ্যামার থ্রোতে বাংলাদেশের এটি প্রথম পদক জয়। এ ছাড়া সৌরভ মিয়া পোল ভল্টে রুপা জিতেছেন, লাফিয়েছেন ৪.৪০ মিটার। তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট। প্রতিযোগিতার প্রথম দিনে মেয়েদের হাই জাম্পে রুপা জেতেন বাংলাদেশের নারী হাই জাম্পের রেকর্ডধারী রিতু আক্তার। রিতু লাফিয়েছেন ১.৭৫ মিটার। তাঁর সেরা অবশ্য ১.৭৬ মিটার।

এএন

শেয়ার