Top
সর্বশেষ

শত্রুতার জেরে পুকুরে বিষ, কোটি টাকা ক্ষতি খামারির

২০ জুন, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ
শত্রুতার জেরে পুকুরে বিষ, কোটি টাকা ক্ষতি খামারির
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে মাছের পুকুরে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে খামার মালিকের অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার (১৯ জুন) সকালে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের মদনখালি গ্রামের নদীয়ার বিল মৎস্য খামারের সবগুলো মাছ মরে ভেসে উঠে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

খামার মালিক নুরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ জুন) বিকেলে মদনখালী গ্রামের সাবেক ইউপি সদস্য বাদল, তার সহযোগী একই এলাকার কুব্বত আলী ও ইমরান হোসেনের নেতৃত্বে ২০/৩০ জনের একদল দুষ্কৃতকারী ওই খামারে হামলা চালায়। এসময় তারা খামারের পাশের গুদাম ঘরে ব্যাপক ভাঙচুর করে ৮২ বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটায়। এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন তাদের জিজ্ঞাসা করলে হামলাকারীরা কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদের বলে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। তারা যাওয়ার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৮ টার দিকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। কোটি টাকার মাছ মরে ভেসে উঠায় খামারমালিক নুরুল ইসলাম দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রা জানান নুরুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে ঋণ ওই পুকুরে মাছের চাষ করেছিলেন।

বোয়ালী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং ওই গ্রামের বাসিন্দা শরিফ আল মামুন বলেন, পূর্বে থেকে পুকুর নিয়ে একটা জামেলা ছিল। বিষয়টি সমাধানের জন্য আমরা একটি তারিখ নির্ধারণ করে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু অভিযুক্ত বাদল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এমন অমানবিক কাজ করেছে। অবশ্যই এর যথাযথ বিচার হওয়া দরকার।

বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ওই পুকুর নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। বিষয়টি আমাদের কাছে আসলে আমরা সমাধানের ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদেরকে না মেনে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ উঠেছে। এটি চরম অন্যায় হয়েছে এবং এজন্য অভিযুক্তদেরকে আইনের আওতায় আনা উচিত।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, ঘটনাটি আমি আপনাদের (সাংবাদিকদের) কাছেই শুনেছি। অমানবিক এমন একটি ঘটনা ঘটিয়ে কে বা কারা আমার নাম ব্যবহার করছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য। তাদেরকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গহণ করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে। তিনি সাংবাদিককে এ ঘটনায় তার নাম ব্যবহার না করার অনুরোধ করে বলেন ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম বলেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শককে (এসআই) পাঠিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

শেয়ার