Top
সর্বশেষ
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

২৯ জুন, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯জুন) দুপুরে শহরের টাউন হল মিলনায়তনে ১৩৪জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

কেয়ার এডুকেশন সোসাইটির আয়োজনে বৃত্তি হিসেবে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কেয়ার এডুকেশন সোসাইটির সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

প্রধান বক্তা ছিলেন, চৌমুহনী সরকারি এসএ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউল্যাব স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহম্মেদ, কেয়ার এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মানবাধিকার কর্মী শামছুল করিম খোকন, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের পরিচালক ফখরুল ইসলাম স্বপন, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ প্রমুখ।

অতিথিরা বলেন, জীবনে বড় হতে হলে চ্যালেঞ্জ নিতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। ভালো ফলাফলের জন্য লেগে থাকতে হবে। অল্পতে হতাশ হলে সফলতা পিছু হটবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজন চ্যালেঞ্জ গ্রহণ করা।

এসকে

শেয়ার