Top
সর্বশেষ

শ্রীপুরে বিএনপির দুই নেতার মুক্তিতে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

০১ জুলাই, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
শ্রীপুরে বিএনপির দুই নেতার মুক্তিতে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা
গাজীপুর প্রতিনিধি :

বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে সকল বাধা মোকাবিলা করেই আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। গণতন্ত্রের আন্দোলন কোন দিন ব্যর্থ হয়নি। আমাদের আন্দোলনও ব্যর্থ হবে না।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় গাজীপুর কারাগার থেকে শ্রীপুর উপজেলা বিএনপির দুই নেতার মুক্তির পর কারা ফটকে এক প্রতিক্রিয়ায় উপরোক্ত কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এসময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারী।

ওইদিন রাত সাড়ে ৮টায় শ্রীপুর পৌর যুবদলের আয়োজনে পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারী। এসময় গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরাফাত বেপারীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ প্রধান, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তুহিন, পৌর বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুর রউফ শিমু, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক মহসিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মকবুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী, যুবদল নেতা শাকিল বেপারীসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

প্রসঙ্গত, শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা কাাঁচা মালের আড়ত সংলগ্ন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রস্তুতিসভা থেকে তাদের আটক করা হয়। পরে শ্রীপুর থানা পুলিশ তাদেরকে একটি বিষ্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এসকে

শেয়ার