Top

পরবর্তী জনশুমারি ২০৩১ সালে: পরিকল্পনামন্ত্রী

০১ জুলাই, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
পরবর্তী জনশুমারি ২০৩১ সালে: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী জনশুমারি ও গৃহগণনা আগামী ২০৩১ সালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এমপি মাহমুদুল হক সায়েমের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, পরিসংখ্যান আইন, ২০১৩ এর ৬(গ) ধারা মোতাবেক আদমশুমারি শব্দের পরিবর্তে জনশুমারি করা হয়েছে। ২০২২ সালের ১৫ থেকে ২১ জুন দেশে সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী দেশে বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এরমধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন ও তৃতীয় লিঙ্গের ৮ হাজার ১২৪ জন।

মন্ত্রী বলেন, পরিসংখ্যান আইন, ২০১৩ এবং সেন্সাস অর্ডার, ১৯৭২ অনুযায়ী শুমারি অনুষ্ঠিত হয়। অতীতের ধারাবাহিকতায় আগামী ২০৩১ সালে পরবর্তী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।

বিএইচ

শেয়ার