Top

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

০৫ জুলাই, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
কুমিল্লা প্রতিনিধি :

কু‌মিল্লার লাকসা‌মে টাকা চে‌য়ে না পে‌য়ে ক্ষিপ্ত হ‌য়ে বসত ঘ‌রের দা দিয়ে কুপিয়ে তাঁর মাকে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুর সা‌ড়ে ৩ টার দিকে কুমিল্লার লাকসাম উপজোরা এলাইচ গ্ৰামে এ ঘটনা ঘটে।

লাকসাম থানার ওসি মোহাম্মদ সাহাব উদ্দিন খান জানান- পু‌লি‌শের হা‌তে আটক মানসিক প্রতিব‌ন্ধি আহসানুজ্জামান বাহার ওর‌ফে পাগলা বাহার (৫০)জন্মগতভা‌বে মান‌সিক ভারসাম‌্যহীন।

সরেজমিনে গিয়ে জানা যায়, এই বাহার প্রায়ই টাকার জন্য ঘ‌রের জিনিসপত্র ভাঙচুর করতো। শুক্রবার জুমার নামাজের পরে বাসায় এসে বসত বাড়িতে থাকার ব‌টি দিয়ে মা নুর জাহান বেগম (৯০) কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে। বাহার লাকসা‌মের এলাইচ গ্রা‌মের মৃত মৌলভী হাবিবুর রহমানের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বাহার মানসিক প্রতিবন্ধী তাঁর মা নুরজাহানের সাথে সামান্য কথা কাটাকাটির কারনে বটি দিয়ে মাকে কু‌পি‌য়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত ক‌রে। ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাগলা বাহার‌কে আটক ক‌রে‌ছে।

এ ঘটনায় আটক বাহারকে জিজ্ঞাবাদ শেষে মামলা করা হবে বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন খান।

এসকে

শেয়ার