Top

গ্রান্ডমাস্টার জিয়াকে শেষ বিদায় জানালেন সতীর্থরা

০৬ জুলাই, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
গ্রান্ডমাস্টার জিয়াকে শেষ বিদায় জানালেন সতীর্থরা

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে জীবনের দীর্ঘ সময় কেটেছে ৫০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। এই ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে তিনি জাতীয়-আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট খেলেছেন।

শনিবার (৬ জুলাই) সকালে সেই জাতীয় ক্রীড়া পরিষদে জিয়া এসেছিলেন নিথর দেহে। সব খেলা মিলিয়ে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন সতীর্থদের অনেকেই।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম জানান, জিয়ার চলে যাওয়া দাবার অপূরণীয় ক্ষতি। অনেকেই টুর্নামেন্টের পুরস্কার ও নানা সুযোগ-সুবিধা কম হলে খেলতে চাইতেন না। জিয়া কখনোই এরকম ছিলেন না। সব টুর্নামেন্টেই তিনি অংশগ্রহণ করতেন। যেন অন্যরা তার মাধ্যমে শিখতে পারে।’

তার জীবনটাই ছিল দাবাময়। দাবা খেলতে খেলতেই চলে গেলেন জিয়া। তাই জিয়ার স্মৃতি ধরে রাখার পরিকল্পনা ফেডারেশন সাধারণ সম্পাদকের।

তিনি বলেন, আমাদের আলাদা একটি ফ্লোর পাওয়ার কথা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যেই। সেখানে গ্র্যান্ডমাস্টার কর্নারের পরিকল্পনা ছিল। সেটা যতদিন না হয় আমরা বর্তমান ক্রীড়াকক্ষই জিয়ার নামকরণ করার উদ্যোগ গ্রহণ করব।

এএন

শেয়ার