Top
সর্বশেষ

শ্রীপুরে বিড়ালকে বাঁচাতে গিয়ে সিএনজিকে লড়ির ধাক্কায় নিহত ১

০৭ জুলাই, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
শ্রীপুরে বিড়ালকে বাঁচাতে গিয়ে সিএনজিকে লড়ির ধাক্কায় নিহত ১
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে বিড়ালকে বাঁচাতে গিয়ে মাটি বহনকারী লড়ীর ধাক্কায় সিএনজি থেকে সিটকে পড়ে সিএনজি যাত্রী পোশাক শ্রমিক মফিজুল ইসলাম (৩২) নিহত হয়েছে।

এ ঘটনায় নিহতের শিশু ছেলে মাহিদ (০৭) এবং সিএনজি চালক মোস্তফা কামাল (৩৮) আহত হয়েছে। শনিবার (০৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের (চৌধুরী ঘাট) ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিল গ্রামের আবু সাঈদের ছেলে। সে ওই উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করে। আহত শিশু মাহিদ নিহতের ছেলে এবং সিএনজিচালক মোস্তফা কামাল উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। দুর্ঘটনায় পোশাক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় এবং আহতদেরকে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, মফিজুল ইসলাম তার স্ত্রী ও সাত বছরের শিশু ছেলেকে নিয়ে শ্রীপুর উপজেরার কাওরাইদে শ^শুর বাড়ীতে বেড়াতে যাচ্ছিল। জৈনা বাজার-কাওরাইদ সড়কের সোনাব এলাকার চৌধুরী ঘাট ব্রীজের কাছে পৌছলে একটি বিড়াল সড়ক পার হচ্ছিল।

এ সময় বিড়ালকে বাঁচাতে গিয়ে দ্রুত গতির সিএনজি (গাজীপুর-থ-১১-৭৭০৯) ব্রেক কষলে পেছনে থাকা মাটি বহনকারী লড়ীর ধাক্কা লাগে। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে পোশাক শ্রমিক যাত্রী মফিজুল ইসলাম পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় সিএনজি চালক মোস্তফা কামাল এবং নিহতের শিশু ছেলে মাহিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর লড়ি চালক পালিয়ে গেছে। পুলিশ লড়ি ও দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করেছে।

এসকে

 

শেয়ার