Top

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

০৯ জুলাই, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, মোটরসাইকেল চালক নাহিদ ও তার ভাই জাহিদ এবং তাদের বন্ধু শাকিল। এদের তিন জনের বাড়ি নাসিরাবাদের পাশের গ্রামে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিষয়ে আর কোন তথ্য জানা যায়নি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

তিনি জানান, গোবিন্দগঞ্জ থেকে কাটা মোড় হয়ে ঘোড়াঘাট সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে নাহিদ ও তার ভাই জাহিদ ও বন্ধু শাকিল সহ তিন আরোহী দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নাসিরাবাদ নামক এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এএন

শেয়ার